Anika, Shyla, Johura : Are they joining Bangladesh women's NT?
![]() |
Photo : Anika-Johura-Shyla |
Three Expatriate Women Footballers May Join the Bangladesh National Women's Football Team!
According to the Bangladesh Football Federation (BFF), three expatriate women footballers may be called up for the Bangladesh national women's football team. These three female footballers are Anika Rania from Sweden, and Shayla and Johura Akhtar from England.
Anika Rania Siddiqui is a right winger. According to available information, Anika has played for the Swedish club IF Brommapojkarna's under-19 team as a right winger.
Meanwhile, British-Bangladeshi Shayla-Medina Ahmed, a girl from Beanibazar in Sylhet, plays for the Northampton Town under-16 team. It is known that Shayla-Medina has expressed her desire to play for the Bangladesh women's national football team.
Another British-Bangladeshi, Johura Akhtar, played as a forward for a team in the English fourth tier last season.
Football analysts believe that these three expatriate women footballers will change the landscape of the Bangladesh women's team.
তিনজন প্রবাসী নারী ফুটবলার যোগ দিতে পারেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে!
বাফুফের বরাত দিয়ে জানা গেছে তিন প্রবাসী নারী ফুটবলারকে ডাকা হতে পারে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য। এই তিন নারী ফুটবলার হলেন সুইডেনের আনিকা রানিয়া ও ইংল্যান্ডের শায়লা ও জহুরা আখতার।
আনিকা রানিয়া সিদ্দিকী একজন রাইট উইঙ্গার। হাতে পাওয়া তথ্য মতে, আনিকা সুইডিশ ক্লাব আইএফ ব্রোমাপোজকর্ণা অনুর্ধ-১৯ দলের হয়ে খেলেছেন রাইট উইং পজিশনে।
এদিকে সিলেটের বিয়ানিবাজারের মেয়ে ব্রিটিশ বাংলাদেশি শায়লা-মেদিনা আহমেদ খেলেন নর্থাম্পটন টাউন অনুর্ধ-১৬ দলের হয়ে। শায়লা-মেদিনা বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে খেলার ব্যাপারে আশা ব্যক্ত করেছেন বলে জানা গেছে।
আরেক ব্রিটিশ বাংলাদেশি জহুরা আখতার গত মৌসুমে ইংলিশ চতুর্থ টায়ারের এক দলে ফরোয়ার্ড পজিশনে খেলেছেন।
এই তিন জন প্রবাসী নারী ফুটবলারে বদলে যাবে বাংলাদেশ নারী দলের চিত্র- এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
No comments