হারলে বীরের মতোই হারবো থেকে শিরোপা উচিয়ে; আফকন ফাইনালে নাটকীয়তা।
বিশ্বকাপের ফাইনালে শেষ মূহুর্তে গোল খেয়ে হেরে গিয়ে বিশ্বকাপ বঞ্চিত হওয়া, সাথে পুরো জাতিকেই হতাশায় নিমজ্জিত করার ঘটনা ফুটবলে আছে। হার জিত যেখানে থাকবেই, সেখানে এমন ঘটনাও অস্বাভাবিক কিছু না।
কিন্তু কখনো দেখেছেন একটা সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়েও শেষ মূহুর্তে ভাগ্যবশত একদল পেনাল্টি পায়, আর দুর্ভাগ্যবশত তা থেকে গোল করতে ব্যর্থ হয়?
ঘটনা অত্যন্ত তরতাজা।
ঘটনার পিছনে আছে আরোও বড় ঘটনা। আফকনের ফাইনাল। টানটান উত্তেজনা। স্টেডিয়াম ভর্তি দর্শক। আফ্রিকান দুই জায়ান্ট সেনেগাল ও মরক্কো কেউ কাউকে ছেড়ে কথা বলছেনা।
৯০ মিনিট শেষে গোলশূন্য অবস্থা, অতিরিক্ত সময়ে হঠ্যাৎ ই পেনাল্টি পেলো মরক্কো। গোলপোস্টে পেকে গেলো ঝামেলা। কিছু বুঝে উঠতে পারেন না খোদ রেফারিও। কিছুক্ষণের মধ্যেই একে একে মাঠ থেকে সরে যান সেনেগালের খেলোয়াড়েরা; কোচ ডেকে তুলে নেন তাদের মাঠ থেকে!
তাদের দাবি মরক্কোকে পেনাল্টি দেয়া হয়েছে অন্যায়ভাবে! অথচ VAR চ্যাকে নিশ্চিত হওয়া গেছে বিষয়টা! একে একে খেলোয়াড়েরা মাঠ ছেড়ে যখন টানেল ধরে হেঁটে ভেতরে চলে গেছেন, সাদিও মানে তখনো মাঠে। সতীর্থদের এভাবে মাঠ ছেড়ে চলে যাওয়াটা তার পছন্দ হলোনা। সাদিও মানে ডাকতে থাকলেন সবাইকে, টানেল ধরে দৌঁড়ে গিয়ে ডেকে নিয়ে এলেন সবাইকে।
মানে যেন বার্তা দিলেন, হারলে বীরের মতোই হারবো। হেরে যাওয়ার ভয়ে মাঠ ছেড়ে কেন পালাবো?
পেনাল্টি নিতে প্রস্তুত ব্রাহিম দিয়াজ; এডুয়ার্ডো মেন্ডি তাকে মানষিক ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকলেন। ব্রাহিম দিয়াজ পেনাল্টি কিক নিলেন, আর বল জাল খোঁজার বদলে সোজা গিয়ে আটকালো মেন্ডির হাতে!
এ কি করলেন ব্রাহিম দিয়াজ? সতীর্থদের মাথায় হাত। স্টেডিয়ামে থাকা দর্শকদের মাথায় বজ্রপাত! ১ মিনিট পরই যখন শিরোপা তুলতে পারা যায়, এমন মূহুর্তে দাঁড়িয়ে এমন ভুল করতে পারেন দিয়াজ?
অতিরিক্ত সময়ে আবারো খেলা গড়ালো মাঠে। মিনিট চারেক না যেতেই মরক্কোর জালে সেনেগালের এক দুর্দান্ত গোল! খানিক আগেই যারা শিরোপা হাতছানির দারপ্রান্তে ছিলো!
ফুটবল কখনো কখনো প্রচন্ড অপ্রত্যাশিত হয়; এতটুকু অপ্রত্যাশিত যে নিশ্চিত শিরোপা জেতার মূহুর্তে দাঁড়িয়েও চোখের পলকে শিরোপা হারিয়ে ফেলতে হয়। আর তৎক্ষণাৎ সাহসী, সৎ সিদ্ধান্ত গ্রহণের কারণে সাদিও মানের মতো খেলোয়াড়েরা হয়ে যান ইতিহাস..
সাদিও মানে সম্পর্কে আমি বহু আগেই লিখেছিলাম; খেলোয়াড় হওয়া সহজ, মানে হওয়া কঠিন!

No comments