এখন পর্যন্ত ব্রাজিল দলকে নেতৃত্ব দিয়েছেন যে সকল কোচ...
১৯৩৬ সাল থেকে যেসব কোচ ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন, একনজরে তাদের দেখে নিন-
★ অ্যাডহেমার পিমেন্টা (১৯৩৬-১৯৩৮; ১৯৪২)
★ ফ্ল্যাভিও কস্তা (১৯৪৪-১৯৫০; ১৯৫৫; ১৯৫৬)
★ জেজে মোরেইরা (১৯৫২; ১৯৫৪-১৯৫৫)
★ আয়মোরে মোরেইরা (১৯৫৩)
★ ভিসেন্তে ফিওলা (১৯৫৫)
★ অসভাল্ডো ব্রান্দাও (১৯৫৫-১৯৫৬; ১৯৫৭)
★ তেতে (১৯৫৬)
★ সিলভিয়ো পিরিল্লো (১৯৫৭)
★ পেদ্রিনিয়ো (১৯৫৭)
★ ভিসেন্তে ফিওলা – ১৯৫৮ ফিফা বিশ্বকাপ (১৯৫৮-১৯৬০)
★ আয়মোরে মোরেইরা – ১৯৬২ ফিফা বিশ্বকাপ (১৯৬১-১৯৬৩)
★ ভিসেন্তে ফিওলা (১৯৬৪-১৯৬৭)
★ ডোরিভাল ইউসট্রিচ (১৯৬৮)
★ হোয়াও স্যালদানহা (১৯৬৯-১৯৭০)
★ মারিও জাগালো – ১৯৭০ ফিফা বিশ্বকাপ (১ ১৯৭০-১৯৭৪; ২০০২)
★ অসভালদো ব্রান্দাও (১৯৭৫-১৯৭৭)
★ ক্লদিও কটিনিয়ো (১৯৭৭-১৯৮০)
★ তেলে সান্তানা (১৯৮০-১৯৮২)
★ কার্লোস আলবার্তো পেরেইরা (১৯৮৩)
★ এদু (১৯৮৩-১৯৮৪)
★ এভারিস্তো দে মেসিদো (১৯৮৪-১৯৮৫)
★ তেলে সান্তানা (১৯৮৫-১৯৮৬)
★ কার্লোস আলবার্তো সিলভা (১৯৮৭-১৯৮৮)
★ সেবাস্তিয়াও ল্যাজারনি (১৯৮৯-১৯৯০)
★ পাউলো রবার্তো ফালকাও (১৯৯১)
★ কার্লোস আলবার্তো পেরেইরা – ১৯৯৪ ফিফা বিশ্বকাপ (১৯৯১-১৯৯৪)
★ মারিও জাগালো (১৯৯৫-১৯৯৮)
★ ভ্যান্ডারলেই লুক্সেমবার্গো (১৯৯৮-২০০০)
★ এমারসন লিয়াও (২০০০-২০০১)
★ লুইজ ফেলিপে স্কলারি – ২০০২ ফিফা বিশ্বকাপ (২০০১-২০০২)
★ কার্লোস আলবার্তো পেরেইরা (২০০২-২০০৬)
★ কার্লোস দুঙ্গা (২০০৬-২০১০)
★ মানো মেনেজেস (২০১০-২০১২)
★ লুইজ ফেলিপে স্কলারি (২০১২-২০১৪)
★ কার্লোস দুঙ্গা (২০১৪- ২০১৬)
★ টিটে ( ২০১৬- বর্তমান)
টিটে। বর্তমান ব্রাজিল দলের কোচ। |
এদের মধ্যে সর্বোচ্চ ৩ বার ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালন করেন ভিসেন্ত্র ফিওলা। মারিও জাগালো ২ বার কোচের দায়িত্ব পালন করেন। কার্লোস আলবার্তো পেরেইরা, লুই ফেলিপে স্কোলারি ও বর্তমান কোচ কার্লোস দুঙ্গা ২বার করে দায়িত্ব পালন করেছেন। মারিও জাগালো একবার প্লেয়ার হিসেবে ও একবার কোচ হিসেবে ফুটবল বিশ্বকাপ শিরোপা অর্জনের মাধ্যমে বিরল এক রেকর্ড গড়েন।।
© আহমদ আতিকুজ্জামান।
No comments