গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এডারসন!
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে এবার অফিসিয়ালি নিজের নাম তুলে ফেললেন ম্যাঞ্চেষ্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন সান্টানা মোরাইজ।
ফুটবল পিচে ডি-বক্স গোললাইন থেকে 'লংগেস্ট ড্রপ-বল কিক' এর আগের বিশ্বরেকর্ড ছিলো ৭৫ মিটারের। এডারসনের চ্যালেঞ্জ ছিলো গোল কিক লাইন থেকে ৭৫ মিটার দূরে বল অতিক্রম করানো। ৩ টি এটেম্পট করেই এডারসন অফিসিয়ালি পূর্বেকার রেকর্ডটি ভেঙ্গে দেন! এডারসনের ড্রপ-বল কিকের নতুন রেকর্ডটি হচ্ছে ৭৫.৩৫ মিটারের। এবং এটি বর্তমানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
No comments