ফুটবল সম্পর্কিত প্রথম কিছু ঘটনা;
★ ফুটবলে প্রথম বুট ব্যবহার করা হয়েছিল ১৫২৬ সালে।
★ নারীরা প্রথম ফুটবল খেলেছিল ১৫৮০ সালে।
★ প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে।
★ নথিভুক্ত প্রথম ফুটবল ক্লাবের নাম Foot Ball Club । (১৮২৪-৪১) যা প্রতিষ্ঠিত হয়েছিল স্কটল্যান্ডের এডিনবার্গে।
★ প্রথমদিকে ফুটবল তৈরি করা হত পশুদের মুত্রথলি দিয়ে, বিশেষত শুকুরের মুত্রথলি দিয়ে!
★ সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭০ সালের ৫ই মার্চ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে।যার ফলাফল ছিল ০-০।
★ সর্বপ্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭২ সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে। যারও ফলাফল ছিল ০-০।
★ ১৮৭৫ সালে সর্বপ্রথম ক্রসবারের আবির্ভাব হয়।
★ ১৮৭৭ সালে সর্বপ্রথম ফুটবল খেলার দৈর্ঘ্য ৯০ মিনিট নির্ধারণ করা হয়।
★ ১৮৯০ সালে সর্বপ্রথম গোলপোস্টে জাল ব্যবহার করা হয়।
★ ১৮৯১ সালে সর্বপ্রথম পেলান্টি কিকের আবির্ভাব হয়।
★ ১৯০৪ সালের ২১শে মে FIFA প্রতিষ্ঠিত হয়।
★ প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ১৩ই জুলাই ১৯৩০ সালে উরুগুয়েতে।
★ প্রথম বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে।
★ ফ্রান্সের Lucien Laurent বিশ্বকাপে সর্বপ্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন মেক্সিকোর বিপক্ষে।
© আহমদ আতিকুজ্জামান।
No comments